নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজ সেবক হাজী ফজলুল হক মেম্বার আর নেই

প্রেস বিজ্ঞপ্তি :

প্রকাশিত:২১:৪৬, ২৫ জানুয়ারি ২০২৪

সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজ সেবক হাজী ফজলুল হক মেম্বার আর নেই

সোনারগাঁয়ের আওয়ামী লীগ নেতা মো: কামাল হোসেনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী ফজলুল হক (সাবেক) আর নেই।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) আসর নামাজের পর সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ মাঠের জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, আওয়ামী লীগ নেতা মো: কামাল হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁও পৌরসভা জাতীয় শ্রমিক লীগের (সাবেক) ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাদশাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সোনারগাঁও প্রেসক্লাবের সদস্যরা শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত বিষয়: