নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪

বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগে নতুন নেতৃত্ব চায় তৃনমুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:২২, ২৫ নভেম্বর ২০২২

বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগে নতুন নেতৃত্ব চায় তৃনমুল

বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নে সভাপতি পদে নবীনদের উপর আস্থা রেখে তরুন নেতত্ব¡ চান তৃনমুল ও আ’লীগের নীতিনির্ধারকরা। দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার তৃনমুল পর্যায়ে মেয়াদোত্তীর্ণ কমিটির দায়িত্বশীল পদগুলো পুরনোরাই নেতৃত্ব দেয়ার কারনে সুযোগ হারাচ্ছে নতুনরা। নতুন নেতৃত্ব সৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে অনেকেই। 


তবে এবার কিছু কিছু ইউনিয়নে গুরুত্বপূর্ণ পদে তরুন নেতৃত্ব আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আ’লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নীতিনির্ধারকরা। শীর্ষ পর্যায়ের আ’লীগের নীতিনির্ধারকদের সাথে আলাপ করে এসব তথ্য জানা গেছে।


এসব নেতারা আরো জানান, দল ক্ষমতায় থাকায় অনেক উপজেলায় কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ দৃশ্যমান। উপজেলা আ’লীগের সভাপতি সেক্রেটারীটাও গ্রুপিংয়ের কারনে কোন্দলে জড়িত। নেতৃত্ব নিয়ে যার যার বলয় ভারী করতে আলাদা আলাদা দলীয় অনুষ্ঠান করে থাকে। মারামারি, খুনোখুনির মতো ঘটনাও ঘটছে। 


দীর্ঘদিন নেতৃত্বদান কারী অধিকাংশ প্রবীন নেতার মূল টার্গেট দল কিংবা দলের আদর্শ নয়,একক আধিপত্ত বিস্তার। দলের মধ্যে এমন অসুস্থ প্রতিযোগিতায় অনেক ক্ষেত্রে ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ে। বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই দলের স্বার্থে স্থায়ী সমাধানের লক্ষ্যেই ত্যাগী ও দলের প্রতি নিবেদিত তরুন নেতাদের ওপর আস্থা রাখছে আওয়ামী লীগ।


কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রার্থী বর্তমানে ৩জনের নাম জোরে সোরেই শুনা যাচ্ছে। এদের মধ্যে পূর্বের কমিটিতে দীর্ঘদিন ধরে কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি আমিরুজ্জামান পূনরায় সভাপতি পদে প্রার্থী হয়েছেন,অপরদিকে একই পদে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুন নেতা হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন।


কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিরুজ্জামান পূণরায় একই পদে থাকতে চান। তিনি দীর্ঘদিন ধরে আ’লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। অপরদিকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন এবং তরুন সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাজী আহমেদ তুষার মাঈন উদ্দিন।


এদিকে কলাগাছিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা হাজী মাঈনউদ্দিন তরুন প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে প্রবাসে পাড়ি জমান। প্রবাসে থেকেই দলীয় কর্মী সমর্থকদের খোজ খবর রেখেছেন। করোনাকালে সাধারন মানুষকে অনেক সহযোগিতা করেছেন। বর্তমানে তরুন এই দানবীর নেতা হাজী মাঈনউদ্দিনের সাথে তরুন ও প্রবীন আ’লীগের কর্মী সমর্থকরা হাজী মাঈনউদ্দিনকে সভাপতি হিসেবে দেখতে চান বলে জানা গেছে।   


তৃনমুল কর্মীরা বলছেন,মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে দীর্ঘদিন ধরে চলছে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ তৃণমূল কমিটি। ফলে এসব এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড অনেকটাই ঝিমিয়ে পড়েছে। এসব কমিটির অধিকাংশের নেতৃত্বে প্রবীণরা পদ দখল করে আসছে। ফলে নতুন নেতৃত্ব তৈরী হচ্ছেনা। 


ইতিমধ্যেই কমিটি করার জন্য কাউন্সিলরদের তালিকা জমা পড়েছে। তবে এসব তালিকায় ত্যাগী কর্মীরা বাদ পড়েছে। আমরা চাই যাতে তরুন ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়। কলাগাছিয়া ইউনিয়নে গুরুত্বপূর্ণ পদগুলোতে যাতে নতুন নেতৃত্ব আসে। পরিবর্তনের মাধ্যমে আমরা কলাগাছিয়া ইউনিয়নে আ’লীগের একটি নতুন কমিটি চাই। 


এখন আমরা আর গরু দিয়ে হাল চাষ করতে চাইনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলায় আমরা ট্রাক্টর দিয়ে হালচাষ করতে চাই। তাই আ’লীগের নীতিনির্ধারকদের অনুরোধ করব পরিবর্তন,পরিবর্ধনের মাধ্যমে নতুন পুরনোর সংমিশ্রনে কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগে একটি পরিচ্ছন্ন কমিটি উপহার দেয়ার। আশা রাখছি আমরা অচিরেই এই ইউনিয়নে নতুন পরিবর্তীত কমিটিকে স্বাগতম জানাবো ।