নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

বন্দর ৬শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৬:১৮, ২০ জুন ২০২১

বন্দর ৬শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সদর ভ্রাম্যমান আদালত বন্দরে মদনপুর ইউনিয়নের ২টি স্পটে ও সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের ১টি স্পটে প্রায় ৬শ’ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। 


শনিবার (১৯ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে এ সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সদর উপজেলা সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) নূরুন নবী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন।


 ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুন নবী জানান, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২টি স্পটে ও ২৭ নং ওয়ার্ডের একটি স্পটের প্রায় ৬’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পর্যায় ক্রমে সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।  


ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় বন্দর  থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: