নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

ফতুল্লায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫৮, ১৪ মে ২০২২

ফতুল্লায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার গুনিদ্বরের আব্দুর রহমান তালুকদার বাড়ীর মো. ইব্রাহিমের পুত্র আরিফ মাঈন উদ্দিন ও  নারায়নগঞ্জ জেলার সদর থানার নিতাইগঞ্জ তামাকপট্টির মোস্তান মিয়ার পুত্র সালাম (৩২)।


বৃহস্পতিবার (১২ মে) রাতে তাদেরকে ফতুল্লা থানার জামতলা রুপয়ান টাওয়ারের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট  থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির ২ হাজার ৫ শত টাকা উদ্ধার করে পুলিশ।


ফতুল্লা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর ও হুমায়ুন কবির (২) গোপন সংবাদের ভিত্তিতে জামতলাস্থ রুপায়ন টাওয়ারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে আরিফ ও সালাম কে আটক করে।


এ সময় তাদের নিকট ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ২ হাজার ৫ শত টাকা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মাদক আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।