নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী আন্দোলন বন্দর থানা পশ্চিমের সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:২৫, ৪ মার্চ ২০২৩

ইসলামী আন্দোলন বন্দর থানা পশ্চিমের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর সভাপতি হাজী আবুল হাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ মোস্তফা কালামের সঞ্চালনায় থানা সম্মেলন-২০২৩  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বাদ জুমা বন্দর শাহী মসজিদ এলাকায় আল কারীম অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল আলম। এছাড়াও অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম নতুন কমিটির চারজনের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সস্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাজী মুহাম্মদ আবুল হাশেম, মীর মোসাদ্দেক আহমদ সুমন, মুহাম্মাদ মোস্তফা কালাম ও মাওলানা কারী আবু সাঈদ আমিরাবাদী।