নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ মার্চ ২০২৫

বন্দরে ১৫০০ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৩৯, ২৩ মার্চ ২০২৪

বন্দরে ১৫০০ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ঢাকা গামী যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১২-২১৮০) তল্লাশি চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামসুন নাহান (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি শামছুন নাহার চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার ৩৩১ নুরুল ইসলামের বাড়ী ভাড়াটিয়া ও উল্লেখিত এলাকার মৃত মৌলভী নুরুল হক মিয়ার মেয়ে। 

শনিবার (২৩ মার্চ) দুপুরে তাকে মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২২ মার্চ) দুপুর পৌনে ১টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে উল্লেখিত যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।  

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দিপু বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ৩২(৩)২৪।