নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৮ মার্চ ২০২৫

ফতুল্লায় ফয়সাল হত্যা : শেখ হাসিনা, শামীম ওসমানসহ ২৫৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:২৯, ২২ আগস্ট ২০২৪

ফতুল্লায় ফয়সাল হত্যা : শেখ হাসিনা, শামীম ওসমানসহ ২৫৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ১৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনকে আসাসি করে ২৫৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) নিহত ফয়সালের পিতা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।। 

মামলায় সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুকেও আসামি করা হয়েছে। 

মামলার বাদী জানান, গত ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল থেকে নিহতের লাশ শনাক্ত করে নিয়ে আসে।

মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।