নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

বন্দরে ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৫, ১ অক্টোবর ২০২৪

বন্দরে ডকইয়ার্ডে  বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে একটি ডকইয়ার্ডে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃদুল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার সময় উপজেলার মাহমুদনগরস্থ মক্কা ডকইয়ার্ডে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিক মৃদুল বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালাম মিয়ার ছেলে।

ডকইয়ার্ড এর শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ডকইয়ার্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মৃদুল। পরে ডকইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা মুমুর্ষ অবস্থায় মৃদুলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডকইয়ার্ড মৃত ঘোষনা করেন।

বন্দর থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

সম্পর্কিত বিষয়: