নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জানুয়ারি ২০২৫

বন্দরে মানসিক ভারসাম্যহীন গৃহবধূ মুক্তার আত্মহত্যা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১০, ৪ নভেম্বর ২০২৪

বন্দরে মানসিক ভারসাম্যহীন গৃহবধূ মুক্তার আত্মহত্যা 

বন্দরে মুক্তা আক্তার (৩৮) নামে  মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার  ২২ নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার হাজী নূর মোহাম্মদের বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া ঘরে এ আত্মহত্যা ঘটনাটি ঘটে।

আত্মহত্যাকারি গৃহবধূ মুক্তা আক্তার উল্লেখিত এলাকার ভাড়াটিয়া ও মনির হোসেন মিয়ার স্ত্রী। আত্মহত্যা ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে  ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আত্মহত্যাকারী গৃহবধূর ভাই লিটন মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নিহতের ভাই লিটন গনমাধ্যমকে জানায়, আমার বোন মুক্তা আক্তার দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে জীবন যাপন করে আসছে। রোববার বিকেলে আমার বোন ভাড়াটিয়া ঘরে সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।