নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে পবিত্র কুরআন ও মহানবী (সা:) কে অবমাননাকর মন্তব্য, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০০, ৬ নভেম্বর ২০২৪

ফেসবুকে পবিত্র কুরআন ও মহানবী (সা:) কে অবমাননাকর মন্তব্য, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে পবিত্র কুরআন ও মহানবী হযরত মোহাম্মদ সাঃ কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সাকিব শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৬ নবেম্বর) উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আতিবুজবাড়ীয়া এলাকার জসিম শেখের ছেলে। বর্তমানে তারাব পৌরসভার মাসাব এলাকার সোহেল রানার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি মিয়া।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি লিয়াকত মিয়া বলেন, তারাব পৌরসভার মাসাব এলাকায় সাকিব শেখ নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় ফেইসবুকে পবিত্র কুরআন ও মহানবী হযরত মোহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তিমুলুক পোস্ট করেন। মূহুর্তের মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা জড়ো হতে থাকেন। 

এসময় স্থানীয় জনতা তাকে ঘেরাও করে রাখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাকিব শেখকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তাকে সকালে আদালতে প্রেরণ করা হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

সম্পর্কিত বিষয়: