নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫

বন্দরে পরকীয়ার টানে ১২ বছরের সন্তান রেখে ঘর ছাড়লো গৃহবধু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৪, ১৯ নভেম্বর ২০২৪

বন্দরে পরকীয়ার টানে ১২ বছরের সন্তান রেখে ঘর ছাড়লো গৃহবধু 

বন্দর উপজেলা হাজীপুর গ্রামের ছদ্ম নাম মুক্তি বেগম পরকিয়ার টানে ১২ বছরের সন্তান কে রেখে প্রাক্তন প্রেমিকের হাত ঘর ছাড়লো।

জানা যায়, গত ২ বছর আগে পূর্ব হাজীপুর আলী আহম্মদ এর স্ত্রী মুক্তা বেগম চাকরী করার জন্য বিদেশ পাড়ি দেন, বিদেশ থাকা কালীন সময়ে বন্দর পূর্ব হাজীপুর আঃ হক চৌকিদারের ছেলে সামাদ এর সাথে মোবাইল এর মাধ্যমে  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তারই সুবাদে  বিগত কয়েক মাস পূর্বে মুক্তা বেগম দেশে আসার খরব পায় প্রেমিক সামাদ আলী, তার ধারাবাহিকতায় ঐ প্রাত্তন প্রেমিক গত ৫ ই নভেম্বর আনুমানিক সকাল ১১ টায়  সময় প্রেমিকা মুক্তার  বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুক্তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় । ঐদিন মুক্তার স্বামী  সন্ধ্যে ৭ টায় কাজ শেষে বাড়িতে ফিরে  তার ছেলে আনাসের  কাছে জানতে পায় তার মা পালিয়েছে। 

যাওয়ার সময় স্বামী আলী আহম্মদ এর দুই শতাংশ জায়গা বিক্রির রক্ষিত ৬ লক্ষ টাকা এবং এক ভরি স্বর্ণের চেইন যাহার আনুমানিক মুল্য ১,২০,০০০টাকা সাথে করে  নিয়ে পালিয়ে যায় । পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় এসে ভুক্তভোগী আলী আহমদ তার তার স্ত্রী ও সামাদের নামে  বন্দর  থানা একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগে বলা হয় এই যুগোল প্রেমিক প্রেমিকার  যদি কোন সন্ধান পান। তাহলে আইনের আওতায় এনে  শাস্তি দাবী করেছেন ঐ ভুক্তভোগীর পরিবার।

মুক্তার স্বামী আলী আহম্মদ আরো জানান বারো বছরের সন্তান রেখে চলে গেছে কি পাষণ্ড মহিলা এবং যাওয়ার সময় আমার জমি বিক্রির সমস্ত টাকা নিয়ে গিয়ে আমাকে নিস্ব করে রেখে যায়।

আমি আইনের মাধ্যমে এর উপযুক্ত বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার আবেদন আর কারো স্ত্রী যেন এমন সর্বনাশ না করতে পারে, সেই উচিত শিক্ষা দিয়ে দিবেন।