নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

বন্দরে ১১শ’ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪১, ৬ জানুয়ারি ২০২৫

বন্দরে ১১শ’ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরের মদনপুর থেকে ১১শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাসেল খান (৩৫)নামের এক মাদক কারবারিকে কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

গ্রেপ্তারকৃত মো. রাসেল খান কুস্টিয়া জেলার সদর থাানার উদিবাড়ীর ফরহাদ খানের পুত্র। এ ঘটনায় রোবাবার রাতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা রোববার সকাল ৮ টার  দিকে জেলা  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের রাফি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপরে থাকা শ্যামলী পরিবহন (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-০২২৪) নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ রাসেল কান কে গ্রেপ্তার করে।