নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ নভেম্বর ২০২৫

ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে

রূপগঞ্জে মামুন হত্যাকান্ডের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৭, ১৫ জুন ২০২৫

রূপগঞ্জে মামুন হত্যাকান্ডের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় ছয় দিন পেরিয়ে গেলেও আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আসামি গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার বেলায় এগারোটার দিকে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বক্তব্য রাখেন, নিহত ব্যবসায়ী মামুন ভুঁইয়ার বড় ভাই আওলাদ হোসেন ভুট্টু, স্ত্রী ইমা আক্তার, মামলার বাদি বাদল ভুঁইয়াসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্র ও মাদক ব্যবসায়ী টোকাই জাহিদুল ইসলাম বাবু। বাবু ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে এলাকায় নানা অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে।

গত ছয় দিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় ছাত্রদলের নামধারী টুকাই জাহিদুল ইসলাম বাবুসহ তার লোকজন এলাকাবাসীর ওপর হামলা করে।

এ সময় ব্যবসায়ী মামুন ভূইয়াকে প্রকাশ্যে দিবালোকে মাথায় গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত মামুনের ভাই বাদল ভুইয়া বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করেও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

হত্যাকাণ্ডের ৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।