নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ আগস্ট ২০২৫

সোনারগাঁও সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১১, ৬ জুলাই ২০২৫

সোনারগাঁও সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সোনারগাঁও সরকারি কলেজ শাখার ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে নিশাত হোসাইন সাকিবকে সভাপতি ও পলাশ প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১ টায় ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন করেন তারা।

কমিটিতে অন্যরা হলেন- সহ-সভাপতি রিয়াদ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক মো. সামাদ, দপ্তর সম্পাদক মো.ইমন , অর্থ সম্পাদক জহিরুল ইসলাম ইমব, প্রচার সম্পাদক আলাআমিন, ছাত্রী বিষয়ক সম্পাদক সূচনা আক্তার,সহ ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার ।

কার্যনির্বাহী সদস্য- সাকিব ও অমিত হাসান।