
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে ভূমিদস্যু ও গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাদিপুর ইউনিয়নের ভুক্তভোগী ও নিরীহ সাধারণ মানুষের আয়োজনে ইউনিয়নের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গিয়াসউদ্দিনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে সাধারণ মানুষকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এ চক্রের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ভুক্তভোগীরা বলেন, “আমরা শান্তিতে বসবাস করতে চাই। এ ভূমিদস্যুদের হাত থেকে মুক্তি চাই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি— দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক।”