সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র বিদেহী আত্মার শান্তি কামনা করে ফ্যাসিস্ট দোসর চাঁন মিয়া কর্তৃক দোয়া মাহফিলে আয়োজন করায় চরম হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার (৩ জানুয়ারী) বাদ মাগরিব বন্দর আমিন আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসর চাঁন মিয়া গত শনিবার বাদ মাগরিব বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার শান্তি কামনা করে বন্দর আমিন পঞ্চায়েত কমিটির ব্যানারে দোয়া মাহফিলের আয়োজন করে।
খবর পেয়ে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়নসহ তার দলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করলে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডসহ হট্টগোল বাধে। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক আরিফ তালুকদারসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে যুবদল নেতা হুমায়ন গণমাধ্যমকে জানান, সংবাদ কর্মী ভাইয়েরা ভালো করে জানেন চাঁন মিয়া কোন দল করেন। বালু দৎসু চাঁন মিয়া ওসমান পরিবারের সাথে সখ্যতা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।
আওয়ামীলীগ সরকারের শাসন আমলে এ চাঁন মিয়া যুবলীগ নেতা খান মাসুদের সাথে সখ্যতা তৈরি করে আমিন আবাসিক এলাকাকে কুক্ষিগত করে রেখেছে।এখন চাঁন জার্সি পরিবর্তন করে বিএনপি ব্যানারে সক্রিয় হয়ে উঠার অপচেষ্টা লিপ্ত হচ্ছে। আমরা অনতিবিলম্ব এ দোসরের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।


































