নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ সেপ্টেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:২০, ২১ আগস্ট ২০২৩

সিদ্ধিরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. অহিদুল্লাহ (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃত মো. অহিদুল্লাহ জেলার আড়াইহাজার থানার ডোমারচর গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। সোমবার (২১ আগষ্ট) দুপুরে র‌্যাব-৩ এর  সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত মো. অহিদুল্লাহ দীর্ঘদিন যাবৎ তার চক্রের অপরাপর সহযোগীদের সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। 

এছাড়াও এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মো. অহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।