নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলা, নগদ টাকা ও স্বর্নালকার লুট : আহত ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৭, ২৮ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলা, নগদ টাকা ও স্বর্নালকার লুট : আহত ৪

সিদ্ধিরগঞ্জে চিহ্নিত মাদক কারবারি সন্ত্রাসী গুড্ডু প্রতিবেশী একটি পরিবারের উপর হামলা চালিয়ে মারধর করে চারজনকে আহত করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। হামলায় আহতরা হলেন- মো. ফারুক (৪০), পলি আক্তার (৫০),   বিজলী আক্তার (৩০), কারান (১৮)। 

এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে মাদক কারবারি সন্ত্রাসী গুড্ডু ও তার লোকজন এ ঘটনার নিয়ে বাড়াবাড়ি করলে গুম ও খুনের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে। চিকিৎসা শেষে বিকেলে আহত মো. ফারুক বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী গুড্ডু মিয়া আহত ফারুকের বাড়ির পার্শ্বে ড্রেন এর জায়গা দখল করে বাড়িঘর নির্মান এর কাজ করলে বৃহস্পতিবার সকালে তিনি বাধা দেন। এর জের ধরে গুড্ডু মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে কাঠের ঢাসা, এসএস পাইপ দিয়া ফারুককে পিটিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে মাথায় আঘাত করলে ফারুক মাটিতে লুটিয়ে পড়ে। 

এদিকে ফারুকের চিৎকার শুনে তার স্ত্রী বিজলী আক্তার, বোন পলি আক্তার ও ছেলে কারান এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসীরা। এতে বিজলী আক্তারের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং পলি আক্তারের বাম হাতের হাড় ভেঙ্গে গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা আহত ফারুকের সাথে থাকা ৫০ হাজার টাকা ও বিজলী আক্তারের গলা থেকে ৮ আনা ওজনের স্বর্নের একটি চেইন আনুমানিক মূল্য- ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এদিকে স্থানীয়রা জানান, চিহ্নিত মাদক কারবারি সন্ত্রাসী গুড্ডু ও তার পরিবারের লোকজন প্রকাশ্যে মাদক কারবারের সাথে জড়িত। তারা বিহারী কলোনী এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তারে প্রায় সময় নানা অপরাধ কর্মকান্ডসহ এলাকাবাসী ভয়ভীতি প্রদর্শন করে থাকে। তাদের ভয়ে কেউ কেনো প্রতিবাদ করতে সাহস পায়না। প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। 

গত সোমবার গুড্ডু ও তার লোকজন প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে বিহারী ক্যাম্পের দেড় শতাদিক সহজ সরল মানুষদে কাছ থেকে ৩০০ টাকা করে নিয়ে ৩টি বাসে করে অন্তত ১৫০ জন লোক নিয়ে ঢাকার রাজু ভাস্কর্যে পাঠায়। এ সময় তাদের কাছে একটি লিফলেটও দেওয়া হয়। পওে তারা সেখানে গিয়ে দেখে উল্টো বিষয়।   

তাদের দাবি দ্রুত গুড্ডু, তার লোকজনদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হউক।   

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাহাবুব বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যাদি সম্পন্ন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।