বন্দরে সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা’র ২৬ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ এশা বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান সংলগ্ন মাদ্রাসার মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন সোনারগাঁ হাবিব নগর জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসাইন আজাদী (দাঃ বাঃ)।
সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা’ পরিচালনা কমিটি সভাপতি মোঃ মোশারফ হোসেন খোকা সভাপতিত্বে ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ ইসমাঈল মিয়া,এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক, একই মাদ্রাসা কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব পারভেজ আলম প্রমুখ।
সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আল মোজাহিদ দুলালের সঞ্চালনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল আউয়াল, মোঃ বাবুল শেখ,মোঃ রাজা মিয়া,সমাজ সেবক সানোয়ার হোসেন, সোনাকান্দা এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


































