নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

ফতুল্লায় মাদক বিক্রেতাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৬, ৬ অক্টোবর ২০২২

ফতুল্লায় মাদক বিক্রেতাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লায় ইমন (২২) নামক এক যুবককে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতুল্লার নিউ হাজীগঞ্জস্থ জনৈক আজাদ বক্সের পরিত্যক্ত একটি বাড়ীর ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় পেঁচানো  লোহার চেইন ও দড়ি পেয়েছে পুলিশ। তাছাড়া শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


নিহত ইমন ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া।


স্থানীয়দের তথ্য মতে, মাদক ব্যবসার কোন্দলকে কেন্দ্র করেই এই হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে। নিহত ইমন তার বাবা-মায়ের সঙ্গে থাকতো না। তার মা অন্যত্র বিয়ে করলে বাবা দ্বিতীয় বিয়ে করে। সে কারো সঙ্গেই বসবাস করতো না। সে নিজে মাদক বিক্রি করতো এবং নিজে মাদক সেবন করতো।


নিহতের বাবা ইব্রাহিম হোসেন ইবু জানায়, ইমন মাদকাসক্ত ছিলো। স্থানীয় কিছু মাদকাসক্তদের সঙ্গে চলা ফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মাদক ছাড়েনি।


তার ধারনা, মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার পিঠেও আঘাতের রক্তাক্ত জখম রয়েছে।


ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) কাজী মাসুদ রানা জানান, ধারনা করা হচ্ছে মাদক নিয়েই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোন সময় হত্যাকান্ডটি হতে পারে।