নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ মে ২০২৫

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১০, ১৮ মে ২০২৫

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান জরিমানা

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ভূঁইগড় এলাকায় মোজাদেদি গোস্ত দোকান, আল্লাহ ভরসা গোস্ত ঘর এবং প্রাইমা বেকারী, ভূঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ নামক ৩টি প্রতিষ্ঠান পলিথিন বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকরায় নয় হাজার টাকা জরিমানা ধার্যপূবক আদায় করা হয়। এবং আট কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। 

সোমবার (১৮ মে) জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টীম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক, জনাব টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

তিনি জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।