নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির সময় কাজল আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৫, ২৩ জুলাই ২০২৫

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির সময় কাজল আটক

ফতুল্লায় চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার তক্কার মাঠ থেকে ইসমাইল হোসেন ওরফে কাজল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও ফতুল্লা মডেল থানা পুলিশের একটি যৌথ দল।

স্থানীয়দের অভিযোগ, তক্কার মাঠ মেলায় প্রতিদিন হকারদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায় করতেন কাজল।

ওই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং চাঁদা সংগ্রহের সময় তার কাছ থেকে নগদ ৬ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।