
সিদ্ধিরগঞ্জে পরকীয়ার জেরে রুটি বানানোর ‘বেলুন’ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী স্বামী বিল্লাল হোসেন (৩২) কে আটক করেছে পুলিশ। নিহতের নাম ইতি আক্তার (২৫) । শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মিজমিজি বাতানপাড়ায় এলাকায় ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখতে পান যে, গৃহবধূ ইতি আক্তার ফ্লোরে পড়ে আছেন এবং পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে রয়েছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে। নিহত নারী তার স্বামী বিল্লাল হোসেন ও ৬ বছরের একটি সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং আরেকটি বিয়ে করেছিলেন।
ইতি আক্তার তার দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে দুইদিন আগে আবারও বিল্লালের ঘরে ফিরে আসেন। শুক্রবার মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের মাঝে ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলুন দিয়ে মাথায় আঘাত করলে ইতি আক্তারের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।