
সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধা মাকে (৮০) আট দিন ধরে একটি কক্ষে তালাবদ্ধ রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া (নুরু মেম্বারের পুল) এলাকায়। খবর পেয়ে ভুক্তভোগীর অন্য সন্তানেরা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই মা কদবানু তার দুই ছেলে জায়নাল হোসেন ও গুলজার হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা কদবানু বলেন, নিজের সন্তানরা আমার সাথে এমন অমানবিক আচরণ করল আমি সুষ্ঠু বিচারের আশায় অনেক কষ্ট করে থানায় অভিযোগ দিয়েছি।
আমি আর কারো কাছে কিছু চাই না, আল্লাহর কাছে এর বিচার চাই। তিনিই তো সত্যিকারের বিচারক। তিনি আক্ষেপ করে আরও বলেন, এমন সন্তান যেন আর কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়।
এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরেই কদবানুর সঙ্গে তার ছেলেদের জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই তার দুই ছেলে তাকে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়। মঙ্গলবার সকালে ঘর থেকে বৃদ্ধার কান্নার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসেন।
বিষয়টি জানাজানি হলে কদবানুর অন্য সন্তানরা সকাল সাড়ে ১০টার দিকে এসে ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করেন এবং থানায় নিয়ে যান।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জায়নাল ও গুলজার দীর্ঘদিন ধরে তাদের অন্য ভাই-বোনদের জায়গা-সম্পত্তি ও টাকা-পয়সা আত্মসাৎ করার চেষ্টা করে আসছিল। মা কদবানু এতে বাধা দিলে তারা তার ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত এবং অন্য ছেলেমেয়েদেরও হুমকি দিত।
এরই ধারাবাহিকতায় তারা তাকে প্রায় এক সপ্তাহ ধরে নিজ বাড়িতেই একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।