নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩১ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে ২ গ্রামের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০০, ৩০ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে ২ গ্রামের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর

আড়াইহাজার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এ সময় উত্তেজিত জনতা আড়াইহাজার থানার ওসির সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়ি ভাঙচুর বরে। 

বৃহস্পতিবার আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এরআগে বুধবার দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার এলাকায় এ ঘটনাঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই  আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের মানুষের বিরোধ চলছিল। বুধবার মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার ও জলিলসহ কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাযোগে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা নুরুকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রাতে নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা ওসির সরকারি পিকআপ গাড়ি ভাঙচুর করে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘সংঘর্ষের সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এখন এলাকা সম্পূর্ণ শান্ত রয়েছে।’