অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। এরপর সেনা পাহারায় তেজগাও পুরাতন বিমান বন্দর থেকে একটি হেলিকপ্টার যোগে দেশ ত্যাগ করেন। এসময় তার সাথে ছিলেন তার বোন শেখ রেহানাসহ অন্যান্যরা।
এদিকে শেখ হাসিনা সরকারের পতনের খবরে নারায়ণগঞ্জের আপাময় জনতা রাস্তায় নেমে এসে বিজয় উল্লাস করছে। চলছে আদন্ত মিছিল। মিস্টি বিতরণ। একে অপরের সঙ্গে কোলাকুলি। পুরো শহর জুড়ে আনন্দ উল্লাস চলছে। দলমত নির্বিশেষে মানুষ পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে এসেছেন। অনেকে চাষাড়া শহীদ মিনার ও বিজয় স্তম্বে দাড়িয়ে সেলফি ও ছবি তুলছেন। এ এক অন্য রকম দৃশ্য। সবার চোখে মুখে উচ্ছাস আর আনন্দ। মনে হচ্ছে বহুকাল পর তারা স্বস্থির নি:শ্বাস ফেলছেন । নতুন করে এক স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন নারায়ণগঞ্জবাসী।