নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ জুন ২০২৩

বন্দরের বিএম ইউনিয়ন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২৫, ১৭ এপ্রিল ২০২২

বন্দরের বিএম ইউনিয়ন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন  

উৎসব মুখর পরিবেশে বন্দরের ১২০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উল্রেখিত স্কুল এন্ড কলেজ কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের মোট ভোটার সখ্যা হলো ১ হাজার ৯শ’ ৩৬ জন। এর মধ্যে ১ হাজার ২শ’ ৯৪ জন ভোটার সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ভোটারধিকার প্রয়োগ করে।

 

নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বির মধ্যে এডঃ মাজহারুল ইসলাম খান পাভেল ৪৮০ ও মহিউদ্দিন সিদ্দিকী ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বন্দর উপজেলা পরিষদের যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু সদ্য অনুষ্ঠিত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন