নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে না’গঞ্জে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৩, ৫ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে না’গঞ্জে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। পুলিশ সুপার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মো. ইব্রাহিম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।