নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৮, ১৯ জুন ২০২৫

সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে মো. মানিক পাটোয়ারী (৫৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম জানান, দাম্পত্য কলহের জের ধরেই মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে মানিক পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে জানান, ২০২৩ সালের ১৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ঘটে এই হত্যাকাণ্ড।

সেদিন মো. মানিক পাটোয়ারী তার স্ত্রী আনোয়ারা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এই ঘটনায় নিহতের মেয়ে স্বর্নালী বাদী হয়ে মামলা দায়ের করেন।