নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

এ কেমন বাংলা  

রোকেয়া আমান

প্রকাশিত:০৫:১৭, ৮ জুন ২০২১

এ কেমন বাংলা  

এ কেমন বাংলা রোকেয়া আমান

কত-ই না জড়িত মায়া

সেই নীল দিঘির তীরে,

সেই সবুজ ফসলের প্রান্তরে।

বলিত লোকে তারে–

রূপসী সে, রূপবতী কন্যা,

বেশিদিন তার সইলো না সুখ,

সৌন্দর্য তার আজ হয়েছে বিমুখ।

বৃদ্ধা কি হলো তবে?

সেদিনের সেই কন্যা।

নোংরা যে তার সর্বগায়ে মাখা,

যেদিক তাকাই, দেখতে পাই

নোংরার স্তপ রাখা।

অহংকার সে ছিলো মোর,

গৌরবের বাংলা;

আজ কেন তবে?

শুনি অগোচরে_

দূষণীয়, নোংরা, অসচেতন বাংলা।

 

E-mail: [email protected]

01836574867

সম্পর্কিত বিষয়: