নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬

বন্দরে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বন্দরে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই

বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি বসত ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানির সংবাদ পাওয়া না গেলেও ৩টি বসত ঘর পুড়ে গিয়ে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ি লোকজনদের  সূত্রে জানাগেছে। 

রোববার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ৬টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর কলাবাগস্থ কামনি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে বন্দর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এলাকাবাসী সহায়তায় প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,  বিদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।  মুহূর্তের মধ্যে আগুন চারদিকের ছড়িয়ে পরলে ৩টি বসত ঘর পুড়ে যায়। বসত বাড়িতে লোকজন না থাকার কারনে বসত ঘরের মালামাল অন্যত্র স্থানে সরানো সম্ভব হয়নি।