নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

আমাকে ও কাউছারকে বিতর্কিত করতে নানাভাবে ষড়যন্ত্র করছে : মুকুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪০, ৮ নভেম্বর ২০২৪

আমাকে ও কাউছারকে বিতর্কিত করতে নানাভাবে ষড়যন্ত্র করছে : মুকুল

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেছেন, খেলাধূলা হলো শান্তির প্রতিক। আমিও এক সময় খেলাধূলা করতাম। খেলাধূলা মানুষের মনকে চাঙ্গা রাখে।

কেউ যদি  জাকির খান, কাউছার ও আমার নাম বিক্রি করে চলে তাদের পরিনতি খুব খারাপ হবে। আমাকে ও কাউছারকে বিতর্কিত করার জন্য একটি কুচক্রি মহল নানা ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

শুক্রবার (৮ নভেম্বর) বন্দর থানার ঘারমোড়া কাজীপাড়াস্থ বালুরমাঠে ঘারমোড়া সভেন স্টার এর উদ্যাগে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বক্তব্য তিনি এ কথা বলেন।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্ধোধন করেন সমাজ সেবক হাজী মোহাম্মদ জাহিদুল হাসান। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, মোঃ সেলিম মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদৌস রাজিব,  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা স্বপন মাহামুদ প্রমুখ। ফুটবল টুনামেন্টের আয়োজনে ছিলেন রহিম, রিমন, জাহাঙ্গীর, সাইফুল, ইমতিয়াজ ও রফিকুল প্রমুখ। ফাইনাল খেলায় ব্রাদার্স ইউনিয়ন ট্রাইবেকারে ৫-৪ গোলে সেভেন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করে। 
 

সম্পর্কিত বিষয়: