নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৫ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৩, ২৯ মে ২০২৩

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় ছমিরুন বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বার্মাস্ট্যান্ড বটতলা এলাকায় রোববার দিবাগত রাতে রাস্তা পারপারের সময় একটি অটোরিকশা ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। 


এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে যায়। তবে দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।


সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল এর সত্যতা নিশ্চিত করেছেন।