নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৫, ১৪ আগস্ট ২০২৩

বন্দরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  

গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মন্দবাগ বাজারের মৃত আব্দুল লতিফের ছেলে লোকমান (৩৫), একই এলাকার পরেশ চন্দ্র বর্মণের ছেলে আকাশ চন্দ্র বর্মণ (২৪) ও কাইমপুরের আনোয়ার হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন (১৮)।


সোমবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।


তিনি জানান, রোববার (১৩ আগস্ট) বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে বিশেষ কৌশলে তিনটি সিলভারের পাতিলের মধ্যে গাঁজা পরিবহনকালে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।