নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের জন্য মসজিদে মসজিদে দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫১, ১২ জানুয়ারি ২০২৪

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের জন্য মসজিদে মসজিদে দোয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দীর্ঘায়ূ ও সু স্বাস্থ্য কামনায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১২ জানুয়ারি) নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মো: মিজানুর রহমান রিপন খাঁনের উদ্যোগে জুম্মা নামাজ আদায় করে ওয়ার্ডের প্রতিটি মসজিদে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কমানা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় মুসুল্লীগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন।