নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১০, ১ জুন ২০২৪

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা ইসরাফিল (৪০) নামে এক মাদরাসার প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার সদর পৌরসভার ৮ নং ওয়ার্ড নাগড়াপাড়া মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে । নিহত মাওলানা ইসরাফিল ওই গ্রামের অবসরপ্রাপ্ত পাথমিক শিক্ষক আঃ বাতেনের পুত্র।

নিহতের স্বজনরা জানান, মাদরাসায় বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে মাওলানা ইসরাফিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে মাদরাসার লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাওলানা ইসরাফিলের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

আড়াইহাজার -থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।