বামে নিহত নারী, ডানে আটক যুবক
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিলুফা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক শান্ত (২৪) নামের এক যুবককে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার ফতুল্লা গাবতলী হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায়।
নিহত নিলুফা বেগম কুমিল্লার দাউদকান্দির নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। বর্তমানে সে ফতুল্লার গাবতলী নতুন বাজারস্থ হালিম মিস্ত্রীর বাড়ীতে একাই ভাড়ায় বসবাস করতেন। এবং সে মাসদাইরস্থ সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতো।
আটককৃত শান্ত কুমিল্লার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে।
নিহতের ছেলে নাছির জানায়, তার মা ওই বাড়ীতে একাই বাড়ায় বসবাস করতো এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাটিং সেকশনেয় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। সোমবার ভোর ৫ টার দিকে তার মা নিলুফা বেগম রান্না ঘরে রান্না করার সময় দেখতে পান শান্ত নামে ওই যুবক তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাংচুর শুরু করে। এতে তার মা বাধা প্রধান করলে শান্ত ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে নিলুফা বেগমের মাথায় ও শরীরে আঘাত করে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে নিলুফা বেগম রান্না করাকালীন সময়ে ওই যুবক লাঠি নিয়ে জানালার গ্লাস ভাংচুরকালে বাধা প্রধান করে। এতে শান্ত নিলুফা বেগমের মাথায় সজোড়ে লাঠি দিয়ে একাধিক আঘাত করলে সে অচেতন হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে হাসাপাতালে নেয়া হলে সে মারা যায়। আটককৃত যুবক কেনো এবং কোন উদ্দেশ্য নিয়ে ওই বাসায় গিয়ে ভাংচুর করছিলো সে বিষয়ে জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে মানসীক ভারসাম্যহীনের মতো আচরন করছে। যতোটুকু জানতে পেরেছি আটককৃত শান্ত মতিঝিলস্থ দেওয়ানবাগ দরবারের উট খামারে কাজ করে।

































