নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

বন্দরে পোশাক তৈরি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৫, ১২ মার্চ ২০২৫

বন্দরে পোশাক তৈরি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের বন্দরে আল ফাহাদ ট্রেড লাইন্স নামে এক পোশাক তৈরি  কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১২ মার্চ)  ভোরে মদনপুর ইউপির দেওয়ানবাগ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময়  মুখোশদারি সংঘবদ্ধ ডাকাত দল লুটে নেয় নগদ ১৩ লাখ টাকা সহ ২২ লাখ টাকার মালামাল ।

খবর পেয়ে নারায়ণগঞ্জ  অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বস্ত করেন তিনি।

কারখানার স্টোর কিপার আব্দুল  হান্নান জানান,  ভোর সাড়ে ৪ টার দিকে  কারখানার পিছনের দরজা দিয়ে ১০/১২ জনের একটি মুখোশদারি ডাকাতদল অস্ত্রের মুখে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে কারখানায় প্রবেশ করে।  

তারপর গার্ডদের  হাত পা বেধে সিসি ক্যামেরা ও মেশিনারিজ খুলে ডাকাতদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 

পরে অফিস কক্ষগুলোতে ঢুকে ভল্ট, লকার ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ১৩ লাখ ২০ হাজার টাকা, ৩টি কম্পিউটার, ১টি সিসিটিভির মনিটর, স্টোরেজ মেশিন, ১টি জেনারেটর, ৬টি মোবাইল সেট,  ৪ লাখ টাকা মূল্যের ১টি গরু ও যন্ত্রপাতিসহ মোট ২২ লাখ টাকার মালামাল লুটে  নিয়ে যায়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান মিয়া বলেন, গত বছরের ৩ জুলাই একই কায়দায় ডাকাতদল অত্র প্রতিষ্ঠান থেকে ২০ লক্ষাধিক টাকা  মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে। একের পর এক ডাকাতির  ঘটনায়  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি  অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত বিষয়: