নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযানে ৩ কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৬, ২৭ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযানে ৩ কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন 

সোনারগাঁয়ে দুটি চুনা তৈরির কারখানা ও একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং ৩ টি কারখানা গুড়িয়ে দেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস সোনারগাঁ শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা এবং পুলিশ প্রশাসনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।