নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫

 সোনারগাঁয়ে শব্দ দূষণ বন্ধে অভিযান, ৪ পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৪, ২ জুন ২০২৫

 সোনারগাঁয়ে শব্দ দূষণ বন্ধে অভিযান, ৪ পরিবহনকে জরিমানা

সোনারগাঁয়ে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪টি পরিবহনের জরিমানা করা হয়। সোমবার (২ জুন) উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একইদিন বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সেগুফতা মেহনাজ। অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন। 

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক শব্দদূষণকারী ৪ টি যানবাহন থেকে ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা ও ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।