নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫

জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ২৮ জুন ২০২৫

জলাবদ্ধতা নিরসন কার্যক্রম চলমান থাকবে : ইউএনও সদর

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে পরিষ্কার পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। এই কাজ প্রতিনিয়ত চলমান থাকবে।

শনিবার (২৭ জুন) সারাদিন ব্যাপী ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফতুল্লার লালপুর এলাকার পানি চলাচল অব্যাহত রাখতে পানি নিষ্কাষন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।  এ সময় খাল, ড্রেন ও নালা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

এ ছাড়ও ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, যেহেতু বৃষ্টি মৌসুম আর এখানে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলে পানি নিষ্কাষনের সুব্যবস্থা হবে।

লালপুরের পাম্প দ্বারা সেচের পানি দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে। ফলে বৃষ্টির পানি রাস্তায় জমে থাকার আশংকা থাকবে না। তাই এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।