বন্দরে বরযাত্রী ও ব্রাহ্মণের গলায় অস্ত্র ঠেকিয়ে ২টি মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২ জানুয়ারী) দিবাগত রাত ৩টায় থানার ১৫০ গজ দূরে বন্দন রুপালী ওয়াসা পাম্পের সামনে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মের রিতিনীতি মেনে গত শুক্রবার রাতে বন্দর রুপালী আবাসিক এলাকার বাসিন্দা হরি চন্দ্র দাসের বড় মেয়ে দিপা রানী দাসের সাথে সুদূর ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আব্দুল্লাহবাদ এলাকার বাসুদেব দাসের ছেলে নিরঞ্জন দাসের বিয়ে হয়।
বিয়ে শেষে বরযাত্রী লোকজন ওই রাতে বিদায় নিয়ে বাড়ি উদ্দেশ্য যাত্রা করে বন্দর রুপালী ওয়াসা পাম্পের সামনে আসলে ওই সময দুর্বৃত্তরা বরযাত্রী লোকজন ও ব্রাহ্মণের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ২টি মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে দোষিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


































