বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তাঁর”—এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দরে আলোচনা ও চলমান সমাজসেবা কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) বেলা ১১টা উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, “যাদের চলার শক্তি নেই, সমাজসেবাই তাদের শক্তি। রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন শ্রেণিকে এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের চলমান কর্মসূচিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল ব্যক্তিদের পুনর্বাসন ও প্রশিক্ষণ কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
বন্দর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি ও উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশ্রাফুল রহমান। অনুষ্ঠান শেষে সমাজসেবা কার্যক্রমের সুফলভোগীদের সাথে মতবিনিময় করা হয়।


































