নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৪, ২৫ মে ২০২২

রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে  ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজারের দুপ্তারার বান্টি উত্তরপাড়ার মৃত দিলু মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২৩) ও ব্রাহ্মন্দীর আঃ মান্নানের ছেলে মো. শাহ আলম(২৬)।


মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত ২টায় রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বড় বলাইখা এলাকা থেকে তাদের ওই ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যহত রেখেছেন।