নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬

ডিক্রির চরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসার শিশু শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২১, ৩০ অক্টোবর ২০২৪

ডিক্রির চরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসার শিশু শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ মোস্তাকিম (৬) নামে এক মাদরাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মোস্তাকিমের মা সোনিয়া আক্তার বলেন, সকালে মাদরাসায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের ডিগ্রির চর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক আমার সন্তানকে ধাক্কা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নারায়ণগঞ্জ সদর থানার ওসি নজরুল জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।