
সোনারগাঁয়ে সোনারগাঁও সরকারি কলেজের ডিগ্রী ৪৭ তম ব্যাচ ২০১৯-২০ সেশনের ১ম বারের সমাবর্তন অনুষ্ঠিত হয়ছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়াম এ সমাবর্তন অনুষ্ঠিত হয়ছে। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম।
এ সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁও সরকারি কলেজে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সফলতা উদ্যাপন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল কালাম বলেন, পরিবর্তনকে মেনে নিতে হবে। পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি আত্মিক ও ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজনীয়। তিনি বলেন, বড় পরিবর্তনগুলো স্বাভাবিক হতে সময় নেয়, কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি ধরে রাখলে তা সমাজের জন্য মঙ্গল বয়ে আনে।
তিনি সবাইকে জীবন থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘ব্যর্থতাই সাফল্যের পথ তৈরি করে দেয়। কারণ, একটা পথ বন্ধ হলে প্রকৃতির নিয়মে আরেকটা খুলে যায়। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেন, সবার কথা শোনা ও নির্ভয়ে ন্যায়ের পক্ষে কথা বলা প্রয়োজন।’ শারমিন ওবায়েদ আরও বলেন, সাহসের সঙ্গে নিজের মত প্রকাশ করা জরুরি।
এই সময় কলেজের শিক্ষক ককর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।