নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৭, ২৯ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর বাড়ি কুমিল্লায়। কর্মজীবনে তিনি উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন।

পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও পিবিআই-এ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া পিবিআই নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং সর্বশেষ পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি নারায়ণগঞ্জে যোগ দিলেন।

উল্লেখ্য. গত বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়। 
 

সম্পর্কিত বিষয়: