নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় দুই যুবকের সশ্রম কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৭, ২৮ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় দুই যুবকের সশ্রম কারাদন্ড

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা অস্ত্র মামলায় দুই যুবকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জ সদরের মিশনপাড়া এলাকার মো. নাজির হোসেন বাবুলের ছেলে মো. নাজমুল হোসেন (৩১) ও ফতুল্লা পাগলা এলাকার ফজর আলী শেখের ছেলে মো আলামিন (৩০)।

রোববার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালাউদ্দিন সুইট বলেন, ২০১৪ সালের ২৩ নভেম্বর কেনা-বেচার সময়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।