নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫

বন্দরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর সোহান খুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০২, ১৪ অক্টোবর ২০২৪

বন্দরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর সোহান খুন

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন সোহান (১৭) নামে এক কিশোর। রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টারম দিকে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার পুত্র। 

নিহতের পিতা সালাম মোল্লা জানান, সোহান  বন্দরে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতো। পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে। 

স্থানীয়রা জানান, রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেনশাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর আগে হামজুর ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়। 

রোববার রাতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।