নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৪, ২৫ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) দুপুর ১২টার দিকে নয়াআটি মুক্তিনগর এলাকায় কিসমত মার্কেটের সামনে লেকের পানি থেকে মারদেহটি উদ্ধার করা হয়।

এরআগে সকাল ১০টার দিকে লেকের পানিতে লাশটি ভাসতে দেখে   পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশে আঘাতের চিহ্ন নেই। লাশ মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।